উশ্রী 

আশিস ভৌমিক, বৃন্দাবনচক, পুর্ব মেদিনীপুর

##

গিয়েছিলেম পড়ন্ত বিকেলে
উশ্রী নদীর ঝর্না দেখব বলে ,
বুকে নিয়ে সহজপাঠের ঘ্রাণ-
কিছুটা শৈশব ।
দুর লোকালয়ের নিভৃত কোনে
হে পর্বত দুহিতা
করিছ গোপন প্রেম পাথরের সনে।
ভাসিয়ে দিয়েছ সঙ্গম নির্যাস
বিন্দু বিন্দু রেনু
রবির স্পর্শে মেলেছে রঙিন ডানা ।
উন্মুক্ত উপলখন্ডে বসে
নিয়েছি তার ঘ্রাণ ।
অবগাহন করেছি
প্রানচঞ্চল স্নিগ্ধ ওই স্রোতে ।
অবলীলায় ঝাঁপিয়ে পড়েছ যে প্রেমিকের বুকে-
জড়িয়ে ধরে পরখ করেছি তাতে,
তোমার উচ্ছলতায় হয়েছে কি ক্ষয়
ওই প্রস্তর হৃদয় !
আসলে পুরুষ ভালবাসে উচ্ছল নির্ঝরিনী
আর নারী ! শক্ত আশ্রয় ।
আকন্ঠ জলে দিয়েছি করপূট অঞ্জলি ।
হে উন্মুক্ত প্রকৃতি
তোমারেই দেবতা মানি
আমি নাস্তিক পতঙ্গ প্রান
তোমার পদপ্রান্তে যেন নিতে পারি ঠাঁই।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =