দিনলিপি

মুস্তাফিজুর রহমান ##

সকাল হয় রোজ
পাখি ডাকে রোদ্দুর ঠোঁটে
ঘুম ভাঙা জানালা
খানিক আলসেমি আঁচল – লতা

মাথার চুল থেকে পায়ের নোখ
বিশুদ্ধ স্নানের স্বাদে
আকুল –
সুগন্ধী শ্যাম্পু – সাবান

লোকাল ট্রেনের ভিড় ঠেলে
ছুটন্ত শরীর ঘাম ঘাম পরিশ্রমের
বোঝা শিরদাঁড়ায় জমে
গ্রীষ্ম – বর্ষা – শীত …

শার্টের রং ঝরে
ঝরা পাতা ঝর – ঝর
বোতাম খসে পড়ে
পাপড়ি – পাপড়ি ফুল

কুয়াশা ভাঙে পাহাড়
নদী ওঠে ঢেউ –
ময়দান জুড়ে স্নিগ্ধ বাতাস

ক্লান্ত বুক ঘরে ফেরে
ঘরের আবদারে
বিছানা – বালিস, প্রেম খুনসুটি…

আকাশ ভরা নক্ষত্র জাগে
বিন্দু – বিন্দু সরলরেখা হাঁটে
                        জীবনের দিনলিপি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =