দূরত্ব

     বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##

তোমার আছে দালান কোঠা, আমার মাটির কুঁড়ে-

তুমি থাকো সিংহাসনে, আমি-ই ভবঘুরে।

তোমার আহার সোনার থালায়, আমার ভাঙা বাটি-

শয়ন তোমার পালঙ্কেতে, আমার ভিজে মাটি।

তোমার দু’চোখ স্বপ্নে ভরা, আমার চোখে কালি-

কেউ তোমারে ফুল ছুঁড়ে দেয়, আমায় ছুঁড়ে বালি।

তোমার আকাশ বিরাট বড়ো, আমারটা যে ধাঁধা-

তোমার পায়ে মুক্তি লেখা, আমার শেকল বাঁধা।

তোমার পথটি সহজ সরল, আমার কাঁটায় ভরা-

সুস্থ সবল দেহ তোমার, আমার ব্যাধি জরা।

তোমার কপাল চ‌ওড়া বটে, আমার পাথর চাপা-

তোমার আমার দূরত্ব তাই, নয়তো সহজ মাপা !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =