দোলাদোর

 অমিত  বাগল, চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান

দোলের পূর্ণিমাটিকে অজস্র মানত  দিয়ে  দিয়ে
আবীরের প্রত‍্যাশা

করেছিল –

যারা যারা  করে –

তাদের পূর্ণিমা দেখবে  বলে,  কত পক্ষকাল
বাঁশিতে উদ্বেগ নিয়ে দোল চেয়ে চেয়ে –

তারপর ক্ষয়ে  যেতে যেতে

কৃষ্ণ হারিয়ে গেছে রাধিকার বাহু-ডোর থেকে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twelve =