নতুন ফিচার আনল টেলিগ্রাম
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের করতে পারে, জানার পর থেকেই দ্রুত কমতে শুরু করেছে তার জনপ্রিয়তা। এর সুযোগ নিচ্ছে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। নানাবিধ আকর্ষণীয় সার্ভিস দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীদের মনোযোগ এখন পুরোটাই দখলে নিয়েছে তারা। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মত তারাও চালু করেছে ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস ফিচার।
হোয়াটসঅ্যাপ থেকে অনেকেই যখন মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখন ব্যবহারকারীরা ক্রমশ ঝুঁকছেন এই অ্যাপটির প্রতি। সেই সুযোগ কাজে লাগিয়ে নতুন ফিচারটি প্রকাশ করা হয়েছে। ফিচারটি চালু করার পর ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজ ৭ দিনের মধ্যে নিজে থেকে মুছে যাবে। তবে একদিনের মধ্যে মেসেজ মুছে ফেলার অবকাশ রয়েছে এখানে। জানুয়ারিতে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয় এটি। গুগল প্লে-স্টোরে এই সংখ্যা ৬ কোটি ৪০ লক্ষেরও বেশি।
গত বছরের ডিসেম্বরেও নন-গেমিং অ্যাপের তালিকায় টেলিগ্রামের অবস্থান ছিলো নবম। জানুয়ারিতে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের ইস্যুতে অ্যাপটি সবচেয়ে ডাউনলোড করা হয় ভারতে।
টেলিগ্রাম ব্যবহারকারী চাইলে মেসেজ মুছে যাওয়ার এই সময়সীমা ৭ দিন পর্যন্ত রাখতে পারেন। তবে আইফোনে ফিচারটি ব্যবহারের জন্য প্রথমে মেসেজ সিলেক্ট করতে হবে এবং তারপর ক্লিয়ার চ্যাট অপশনে থাকা অটো ডিলিট ক্লিক করতে হবে।
ডিসঅ্যাপেয়ারিং ফিচার ছাড়াও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নতুন হোম স্ক্রিন উইডজেট প্রকাশ করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারে সুবিধা ছাড়াও গ্রুপের সদস্য সংখ্যা ইচ্ছে মত বাড়ানো যাবে। টেলিগ্রাম বলছে, এর মাধ্যমে কোনো ব্যবহারকারী চাইলে রিপোর্টও করতে পারেন।