পেঁয়াজের বরমাল্য

পেঁয়াজের দাম দিন দিন বেড়েই চলেছে। তাইতো, বিয়েবাড়ির উপহারের তালিকায় সহজেই জায়গা করে নিয়েছে এটি। শুধু উপহার হিসেবেই নয়, এবার ফুলের মালাতেও জায়গা করে নিল পেঁয়াজ। এবার পেঁয়াজ-রসুন দিয়ে গাঁথা মালায় মালাবদল করেছেন বর-কনে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বারাণসীতে।

পেঁয়াজ-রসুন দিয়ে তৈরি মালায় ফুল যে একেবারেই ছিল না এমনটা নয়। তবে সেসব ছাপিয়ে জ্বলজ্বল করেছে রান্নার এই দুই উপকরণ! এখানেই শেষ নয়, ওই বিয়েতে বর-কনেকে ঝুড়ি ঝুড়ি পেঁয়াজও উপহার দিয়েছেন আমন্ত্রিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =