প্রতিবার শেষ পথ ধরে

স্বপন পাল, দুর্গাপুর ##

পথ দিয়ে আর হয়তো যাবো না কোনদিন,

সারি সারি অমলতাস ফুলন্ত, দৌড়ে পালায়।

কারা যায় বার বার এই অনন্ত প্রবাহী পথ ধরে?

রোদ আর বৃষ্টির মিশ্রণ স্বর্ণাভ মদের মতো 

রাস্তা জুড়ে ঢালা পড়ে আছে, পাশে কোন মনোহারী উত্তেজনা নেই, শুধু অপেক্ষা।

এখানে খবর নেবে সেরকম নেই কেউ, 

কেউ নেই, দূরে দূরে ফেলে আসা ভুল ধরে দিতে।

পথের বৈকল্য সুর টেনে নিয়ে কোথায় পৌঁছাবে,

জানে দুই পাশে চষা জমি, কালভার্ট হলুদ ডোরায়।

আমি তো সে সব কিছু পড়তে শিখিনি,

অভিমানী কে গিয়েছে আরতি সংবেদহীন

দ্বিধাগ্রস্ত পায়ে, তাকেও কি জড় ভেবে না ছুঁয়ে পালাবো ?

এপথ সমৃদ্ধ হবে আরো কত আদিবৃত্তি ছিঁড়ে,

সভ্যতা নামের কোন নবজন্ম আশা

এখনো বলেনি সীমা, বলেনি কোথায় যাবে থামা।

কোন দিন এই পথে আর যদি নাই যাওয়া হয়,

না দেখাই থেকে যায় সমৃদ্ধ নগর অনুষ্টুপ,

সকল অরূপ আমি আজই শেষ যাত্রী  হয়ে

দেখে যেতে চাই, আমার এ অযাচিত চোখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =