বছর ঘোরে

 অভিজিৎ মান্না ##

শুনতে শুনতে বছর ঘোরে

যেতে যেতে রাত

তোমার বাড়ির উঠোন জুড়ে

আলোয় করে মাত l

ভেবেছিলে নদীর তীরে

বাঁধবে যারা ঘর

আকাশ পথে খেলে শুধু

মিষ্টি ভোরের দোর l 

অবাক লাগে দেখি যখন

পাখীর বাসা ঐ

বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের

সুখের পরশ কই?

লোভের আগুন নিভবে যখন

বিপদ যাবে যাবে দূর

তোমার খেলা বন্ধ হবে

ভাঙা বাঁশির সুর l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =