বাড়বে না বয়স

বয়সের ছাপ চামড়ায় পড়ুক, এটা বোধ হয় কেউই চান না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুঁচকানো চামড়া, বয়সজনিত দাগ-ছোপ চেহারার লালিত্যকে নষ্ট করে দেয়। বয়স যতই বাড়ুক তার ছাপ যেন চেহারায় না পড়ে এর জন্য প্রয়োজনীয় বাজার চলতি ক্রিম বা চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করেই থাকে সবাই। তবে এসব ছাড়া কতগুলো ঘরোয়া উপায় অবলম্বন করলে বয়সের ছাপ সরিয়ে আপনার ত্বকও বলে উঠবে ‘বয়স একটা সংখ্যা মাত্র’!

  • রাতে এক কাপ মেথি গুঁড়ো করুন। এ বার তাকে জলের সঙ্গে মিশিয়ে নিন। এই জল ও মেথির মিশ্রণ মুখে মেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ধুয়ে ফেলুন। ত্বকের বলিরেখা ও ভাঁজকে টানটান করতে এই মিশ্রণ খুব কার্যকর।
  •  টকদই ত্বকের জন্য খুব উপকারী।

          পুরু করে টকদই লাগিয়ে দশ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলা ভাব বজায় থাকে। শুধু তা-ই নয়, টক দইয়ের                 প্রভাবে ত্বকের মৃত কোষ ঝরে গিয়ে তা হয়ে ওঠে প্রাণবন্ত।

  • এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে কিছুটা মধু মেশান। মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতার সঙ্গে আলাদা একটা জেল্লাও দেয়। সঙ্গে অলিভ অয়েলের ট্যান রোধক ক্ষমতা ত্বকের কালচে ভাব দূর করে।
  •  গোলাপ জল, মধু এবং গ্লিসারিন এই ত্রয়ী ত্বকের জেল্লা আনতে ওস্তাদ। একটি পাত্রে এক চামচ গোলাপ জল, এক চা চামচ মধু ও কিছুটা গ্লিসারিন মিশিয়ে নিন। প্রত্যেক দিন ঘুমতে যাওয়ার আগে মুখের নিচ থেকে উপরের দিক বরাবর মাসাজ করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =