বিন্দু 

শুভজিৎ  দে

 

বিন্দু মানে অর্জুনের লক্ষ্য ভেদী তীর ।

বিন্দু মানে বিপ্লবের নীর।

বিন্দু-র জন্ম ফুটপাথে।

কাঁপছে বিশ্ব বিন্দু -র জয়ে ।

জন্মগত অধিকার কেড়ে নেওয়া চাই।

তাই আরও,শত বিন্দু চাই ।

বিন্দু-র বুকে সাহসী আওয়াজ ওঠে।

অন্ন ,বস্ত্র ও বাসস্থান চাই ।— তার ঠোঁটে।

বিন্দু-র জীবন ভরা উত্থান – পতনে।

সব জয় করে বিন্দু শীর্ষ আসনে।

বিন্দু আজ সাবলীল শক্ত।

আমার শরীর জুড়ে বইছে বিন্দু-র রক্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =