বৃষ্টি ভেজা বিকেল
জয়ীতা চট্টোপাধ্যায় ##
সে এক মায়া! মৃগতৃষ্ণাতীত বিকেলে ঘুমের পর,
ভাবনা ধূসর মন আর ধোঁয়ায় ঢাকা ঘর
ঘরের বহিরাশ্রয়িত দিব্য বাতায়ন
দুপুরে খুব বৃষ্টি হল ভিজল চোখের কোন
সীমা স্বল্পতাকে বিচার করে তোমার সেই বৈনাশিকী দাবী
মুখ থুবড়ে বন্ধ থাকা ফোন, মন ভিজে যায়, জলের ভেতর খাবি
পায়ের নীচে রাখা আছে পরম প্রসাদ গভীর অনিমাকে,
বৃষ্টি থেকে উঠেই আমি দেখতে পাই অচেনা দেশটাকে
এ এক নতুন মনে পড়ার ছল ঠান্ডা হাওয়ার মতো
থমকে আছে দাঁড়িয়ে গেছে জল ব্যতিক্রমের মতো
প্রবাস থেকে ফিরে আসছে নিজের নিঃশ্রেয়সের পথে
চুপ করে তাই জানলা খুলে বসে
ক্রান্তি আলোর বয়স বাড়ে আদিগন্ত ব্যক্তি শবের শেষে
যা গেছে তা গেছে জানি, এমন বিকেল অনন্ত হয় তোমায় ভালোবেসে।।