মর্গের সামনে বসে আছি একা

 উত্তমকুমার পুরকাইত, প্রাণবল্লভপুর,  দক্ষিণ ২৪ পরগণা ##

মর্গের সামনে বসে আছি একা

তীব্র কটু গন্ধ

তবু দেখব দুই পা

যেভাবে রাসমঞ্চে দেখেছি

তোমার শ্রীরাধিকা গা।

কতদিন রোদ্দুর দেখিনি ও-শরীর জুড়ে

কতদিন একতারা বাজেনি বুকের গভীরে,

কতদিন দেখিনি তোমার ও-বিধূর মুখ

আকাশের গায়ে শুধু শ্মশানচারী ধূপ;

য-কিছু আলো ছিল

অন্ধকারে গলে

সব তারা মরে আছে ও-চোখের ঢালে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 11 =