লিচু

মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান ##


কিছু লোক লিচু খায় বাজারের কেনা
কাঠি খোঁচা কাঁচা পাকা এ ছবি তো চেনা,
কেমিক্যাল  স্প্রে-করা  দরকচা  লিচু
বেশিটাই ফেলা যায় খাওয়া হয় কিছু ;

গাছপাকা  লিচুদের  মিষ্টি কী স্বাদ !
জল-বায়ু দূষণে  তা-ও গেছে বাদ ;
বারোমাস লিচুরস ? ধুস্ ! হয় নাকি —
চিনিরস  এসেন্সে  আসল-ই  ফাঁকি ।

চাইনিস লিচু,  তাই নিস্ কিছু ;  প্লাস্টিক !
এ নিয়েও  বিস্তর হয়েছে জানি  ক্লাস ঠিক ;
রঙ-রস-স্বাদে  মজে আছে দেশ  একাল-ও,
বেঁচে আছি বেশ  খেয়ে যত ভুরি-ভেজালও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =