শান্তিপুরের ক্ষেন্তি পিসি

                    বদ্রীনাথ পাল ##

শান্তিপুরের ক্ষেন্তি পিসি,পান্তা সেদিন খেয়ে-

দেখতে হরিণ, হরিণঘাটায় যেই গিয়েছে ধেয়ে !

শিয়ালদহের  শিয়ালগুলোর তাড়া খেয়েই ছুটে-

বুদাপেষ্টের বিমানটাতে পড়লো সোজা উঠে।

হাঙ্গেরিতে কমজোরি সেই গোব্দা সাহেবগুলো-

তাদের দেখেই ক্ষেন্তি পিসির পোষ মানা সেই হুলো-

বেজিং গিয়ে স্লেজিং করে নেড়েই চিনা দাড়ি-

টাইটানিকে সওয়ার হয়ে দিলো জাপান পাড়ি।

তারপরে ভাই বলতে ডরাই, কান্ড হল যেটা-

বিশ্বাস কি হবে তোমার ? বলছি আমি সেটা !

বড়দিনের দু’দিন আগে রাজপ্রাসাদের ছাতে-

ক্ষেন্তি পিসি ভোজ সারলো ভিক্টোরিয়ার সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =