সংযুক্ত অনীহা , পশ্চাতে অনাস্থা   

                    পার্থ সরকার ##

সংযুক্ত অনীহা

পশ্চাতে অনাস্থা

স্থাবর আবহে অস্থাবর

ঘুমিয়ে শিশু

সংক্রমণ জলাধারে

তবু বিজ্ঞাপন তফাতে

পুড়ে যায় ঘুরে দাঁড়ানোর খড়িমাটি

একাকী কে যায় পথে পথে ?

ভুলপথে রং মেলায় অশরীরী

দেবতার আনুকূল্যে পাপ শরীরী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + thirteen =