সত্য বচন

আশিক ফয়সাল ##

এই সমাজে মিথ্যা চাষে

মত্ত যে সব লোকে 

সত্য বচন তাদের বুকে 

বুলেট হয়ে ঢোকে ।

নিম পাতা ঔষধ তবু 

তেতো ভীষণ স্বাদে 

চোখ জুড়ানো জোৎস্না তবু 

কলঙ্ক খুব চাঁদে। 

এই সমাজে সত্যবাদী

তেতো নিমের মতো

আলোর প্রদীপ জ্বেলে দিলেও

কলঙ্ক শত- শত !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − two =