সেই স্মৃতি

প্রদীপ চৌধুরী

আকাশের নীল কোণে কি থাকছো তুমি
গোপন কোনো ঘরে,
ডাকলে তোমায় পায়না দেখা
কথার উত্তরে|
লুকোচুরির খেলছো খেলা
জানিনা কার সাথে,
একলা আমিও লুকিয়ে আছি
যদি পায় আল্তো ছোঁয়া হাতে|
মেঘ স্রোতে এসো তুমি
নামো পরীর মতো
স্মৃতির কোণে দাওগো দেখা
গল্প হবে কতো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =