বিশ্বাস ভঙ্গ

পবন বর্মন (হেমতাবাদ, উত্তর দিনাজপুর) 

ভোরের আকাশে ভেসে যায়
নানা সুগন্ধ, নানা পাখি
কত সূক্ষ্ম সূক্ষ্ম রেণু !
রাতে কি খেয়াল করেছ ?
শূন্যতার কলরব ,
যাঁর পাশ দিয়ে গেলে
গা শিউরে ওঠে !
হৃতপিণ্ডের প্রেষ হয় ।
তুলি দিয়ে ছবি আঁকি
অন্ধকার আঁকে শূন্যতা ,
কত ভয়ঙ্কর চেহারা ফুটে উঠে
কুসংস্কার তখন সত্যি মনে হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =