বুভুক্ষু রেস্তরাঁ

অনিমেষ সাউ

দেয়াল বেয়ে নেমে আসে রকমারি আলো
চেয়ারে-টেবিলে-রঙ্গিন গ্লাসে /
বিস্তীর্ণ মুহূর্ত গুলো ছোটো হতে থাকে
পরিবেশনের জৌলুসে , হাসির চাতুরিতে ,
বুভুক্ষু রেস্তারাঁয় জমে ক্ষীর। প্রসাদী ভাবনারা
আলোহীনতায় মজে যায়।
সব যেন জিন পরি, সবাই কেরর
সবাই ওতপেতে প্রতিক্ষায় –
বুভুক্ষু রেস্তরাঁয়,
আলোর মাদকে ভালোবাসা নাম
লেখা হয় চাউমিনে ।
হৃদয়ে কতটা উপবাস নিয়ে এসেছে ওরা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =