স্বপ্ন দিলে এঁকে

তপন রায় চৌধুরী

ও পাখি, তুই কোথায় গেলি ! আয়না উড়ে কাছে
শুনবো যে তোর মিষ্টি গলায় গান
ভোর হলে রোজ গলা সেধে কৃষ্ঞচূড়া গাছে
ভরিয়ে দিতিস সবারই মন প্রান ।
ভোরের আলো ফুলগুলি সব সারা গায়েই মেখে
খেলছে যখন হাওয়ার দোলায় ভেসে
নীরব মনে ডাকছি তোকে, দুঃখ বুকে দেখে
কৃষ্ঞচূড়া বললো ঝড়ে এসে –
পাবে না ভাই আর যে ওকে, গেছে অনেক দূর
নতূন বাসায়, পূবে নদীর বাঁকে
বন্ধু বাতাস জানায়, গ্রামের নামটা প্রসাদপুর
ঐখানেতেই দেখেছিলো তাকে ।
এইতো সেদিন গাইছিলো সে এই গাছেতেই বসে
সুরের টানে বন্ধু এলে ঘুরে
হৃদয় জুড়ে ভালোবাসার স্বপ্ন দিলে এঁকে
মন দিয়ে তার সাথেই গেল উড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =