করুণ সময়

বিধান শীল

আর প্রশ্ন করো না
সময়টা এখন বড্ড করুণ !
জলজুড়ে শ্যাওলার গন্ধ
পা রাখতে ভয় সভ্যতায়
যদি হঠাৎ করে পড়ে যাই শূন্যে ।
মাকড়সার সরু তারে
আরশোলা খাবি খায়
পাষাণে ভরে গেছে পৃথিবী
ফুল ফোটার অহেতুক চেষ্টা ।
নির্বোধ তারাদের কথোপকথন
সব মুখ ঢেকে দিয়ে
চাঁদ জোছনা নামায় প্রান্তরে ।
আমরা গা ভর্তি জোছনা মাখি
পেট ভরে ঢেকুর তুলি ।
কত কান্নার রোল গাছ পাতায় ।
কবিতা এখন শুধু ক্লেশ
আর প্রশ্ন করো না
সময়টা এখন বড্ড করুণ !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =