কলকাতা স্বতন্ত্র’র ঘরে-বাইরে নাট্যোৎসব

 গত ২১শে ও ২২শে মে হুগলী জেলার “উত্তরপাড়া গণভবনে” অনুষ্ঠিত হলো কলকাতা স্বতন্ত্র নাট্যসংস্থার আয়োজিত দুদিন ব্যাপী “ঘরে-বাইরে নাট্যোৎসব (দ্বিতীয় বর্ষ-প্রথম পর্যায়)”। গ্রুপ থিয়েটার পত্রিকার সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদান এবং এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্যোৎসবের শুভ সূচনা হয়।

নাট্যোৎসবে দুদিনই তিনটি করে নাটক মঞ্চস্থ হয়।

প্রথম প্রযোজনা ছিল ‘রুপনারায়নপুর প্রয়াস’ প্রযোজিত সঞ্চিতা ব্যানার্জী নির্দেশিত নাটক “সোনাকথা”।

দ্বিতীয় প্রযোজনা ছিল ‘খড়দহ আহিরি’ প্রযোজিত অমিত চক্রবর্তী নির্দেশিত নাটক “চাঁদির হাট”।

এবং অন্তিম পরিবেশনা ছিল ‘মালদহ অন্তরঙ্গ’ প্রযোজিত সৌমেন ভৌমিক নির্দেশিত নাটক “অথঃ চ অনাম্নী”

দ্বিতীয় দিনের প্রথম নাটক ছিলো, ’রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের’ নাটক “ঘরে ফেরা”। নাট্যকার – স্বপন দাস।

দ্বিতীয় নাটক ছিলো ’হিন্দমোটর কাল্পনিক’ প্রযোজিত “আমি সেই মেয়ে”। নাট্যকার ও নির্দেশক – সুদীপ্ত রায়।

তৃতীয় নাটক ছিলো, ‘শালকিয়া সৃষ্টি’ নিবেদিত “ভগবানও ভুল করে”। নির্দেশনা – হরপ্রসাদ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + thirteen =