খুকুমনির ছড়া
লক্ষী কান্ত সিং, খানাকুল, হুগলি
আমায় এনে দাওনা মা’গো,
ময়না কিংবা টিয়ে,
সারাদিন মনের সুখে খেলবো,
আমি ওদের সঙ্গে নিয়ে ।
মা বলে মোর সোনার খুকি,
ওদেরও আছে মা,
আদর করে রেখেছে ওদের,
আসতে দেবে না।
লক্ষী কান্ত সিং, খানাকুল, হুগলি
আমায় এনে দাওনা মা’গো,
ময়না কিংবা টিয়ে,
সারাদিন মনের সুখে খেলবো,
আমি ওদের সঙ্গে নিয়ে ।
মা বলে মোর সোনার খুকি,
ওদেরও আছে মা,
আদর করে রেখেছে ওদের,
আসতে দেবে না।