চালকহীন ট্রেন

চালকহীন, তাও আবার রেললাইনও নেই। অথচ ছুটবে ট্রেন আম জনতার রাস্তায়……

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি৷ লাইন ছাড়াই চলবে ট্রেন৷ এই অসম্ভব কাজটাই এবার সম্ভব করেছে চিন৷

এই ট্রেন চলতে যেমন লাইনের প্রয়োজন নেই৷ তেমনি আবার প্রয়োজন নেই চালকেরও৷ এই ‘ড্রাইভারলেস’ ট্রেনকে তাই বলা হচ্ছে ‘স্মার্ট বাস’-ও৷

কারণ এটি চলবে ভার্চুয়াল ট্র্যাকের উপর৷ প্রথম পরীক্ষাতেই এই ট্রেন সফল৷ ট্রেনটি তৈরি করেছে CRRC Zhuzhou Locomotive Co.Ltd সংস্থা৷

আগামী বছর শুরুতেই এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে চিনের৷ এই ট্রেন দিয়ে এবার সে দেশের পরিবহন ব্যবস্থা আরও উন্নত হল বলেই মনে করা হচ্ছে৷

ভার্চুয়াল ট্র্যাকটি থাকবে রাস্তাতেই৷ তাই জাতীয় সড়কের উপর দিয়েই ছুটে চলবে এই ট্রেন৷ প্রথম পরীক্ষায় সফল হওয়ার পরে চিনা রেল কর্পোরেশন আগামী বছরের শুরুতেই এই ট্রেন পথে নামাতে চাইছে।

প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের ট্রেনটির যাত্রীবহন ক্ষমতা ৩০৭ জন। দুই থেকে চার কামরার এই ট্রেন কম দূরত্বের যাত্রাপথেই চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =