বাড়িতে ১৬ স্ত্রী, ১৫১ সন্তানঃ ফের বিয়ে করতে চান ৬৬ বছরের বৃদ্ধ
আচ্ছা নেড়া কবার বেলতলায় যায়? আপনার উত্তর কি হবে জানি না, কিন্তু জিম্বাবোয়ের এক নেড়া ১৬ বার বেলতলায় ঘুরে আসার পরও কিন্তু আবার যেতে চান। মাথায় ঢুকল না বুঝি? এবার তাহলে একটু বুঝিয়েই বলি। জিম্বাবোয়ের ৬৬ বছর বয়সী বৃদ্ধ মিসহেক নয়নডোরো। এই মুহূর্তে তার সংসারে রয়েছে ১৬ স্ত্রী এবং ১৫১ সন্তান। এরপরও তিনি ফের বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি চান ১০০ জন স্ত্রী এবং কমপক্ষে ১,০০০ সন্তানের সংসার গড়তে!
অবসরপ্রাপ্ত এই সেনাকর্মী এতগুলো স্ত্রী ও সন্তান নিয়ে দিব্যি আছেন। মিসহেক দাবি করেন, এতগুলো সন্তান আদতে তার ঘরে অভাব দূর করতে সাহায্যই করে। আর স্ত্রীরা নিত্যনতুন খাবার রান্না করে খাওয়ান। সকলের রান্নার মধ্যে যারটা সবচেয়ে ভালো হয়, সেটাই খান মিসহেক। বাকিগুলো বাতিল! রাজকীয় জীবন বোধহয় একেই বলে!
স্ত্রীদের নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি আরও বলেন, এত সতীন নিয়ে ঘর করা নিয়ে স্ত্রীদেরও তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এখন তার দুই স্ত্রী সন্তানসম্ভবা, ফলে মিসহেকের ঘরে নতুন অতিথি এলো বলে! তারই মাঝে তিনি আবার ছাঁদনাতলায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।