গোধূলি মন

প্রদীপকুমার পাল, জগদীশপুর, হাওড়া ##

স্মৃতির আকাশে ঝড় উঠেছে,
ভাল্লাগেনা আঁধার রাত–
বইয়ের পাতার ভাঁজে-ভাঁজে
শুকনো-পাঁপড়ি, অশ্রুপাত।

ব্যাকুল ভাবে শুনতে থাকি
রবীন্দ্র-গান, বিরহের–
কান্নাগুলি জমতে থাকে
বুকের মধ্যে নিরবের।

খামখেয়ালে বেঁধেছি সুর
সুর-তাল-লয় মাত্রাছাড়া,
পায়ের তলায় খুঁজছি মাটি
খসছে ততই পলেস্তারা।

কখন আবার ঝড় উঠবে
মনের কোণে, ভাঙবে ঘর–
স্মৃতির ধুলো উড়বে শুধুই
গোধূলি মন সয়ম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 17 =